জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা
শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতিবছর জেলা পর্যায়ে “জেলা শিল্পকলা একাডেমি সম্মননা” দেওয়া হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি নীতিমালা অনুযায়ী ১২টি ক্ষেত্রে ০১(এক) জন করে সর্বোচ্চ ০৫ জন গুণী ব্যক্তিকে তাদের অবদানের জন্য “জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা” প্রদান করা হয়। ক্ষেত্রগুলো হচ্ছে (০১) কণ্ঠ সংগীত, (০২) নৃত্যকলা, (০৩) যন্ত্রশিল্পী, (০৪) চারুকলা, (০৫) ফটোগ্রাফী, (০৬) নাট্যকলা (০৭) চলচ্চিত্র , (০৮) আবৃত্তি, (০৯) যাত্রা শিল্প (১০)লোক সংস্কৃতি (১১) আঞ্চলিক সৃজনশীল সংগঠন/সৃজনশীল সংগঠক এবং (১২) সৃজনশীল সংস্কৃতি গবেষক।
সম্মাননা প্রাপ্তির যোগ্যতা:
১। জন্মসূত্রে বাংলাদেশী এবং সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। বয়স ৪০(চল্লিশ) হতে হবে।
৩। সম্মাননা কেবল জীবিত গুণীজনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
৪। রাষ্ট্রীয় পর্যায়ে পদক প্রাপ্ত গুণীজনকে এই সম্মাননা প্রদানের জন্য মনোনীত করা হবে না।
আবেদন করার শেষ তারিখ আগামী ১৬/০৬/২০২২খ্রি: । আবেদন ফরম জেলা শিল্পকলা একাডেমিতে
অফিস চলাকালীন সময়ে পাওয়া যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস