“সৃজনশীল বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতে ১৯৭৪ সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতে আঞ্চলিক পর্যায়ে দেশের ৬৪ জেলায় জেলা শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি, নরসিংদীতে সংগীত, নৃত্য, চারুকলা, যন্ত্র সংগীত(তবলা) আবৃত্তি ও নাট্যকলা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি জেলার সংস্কৃতিকে তুলে ধরার কাজ অব্যাহত রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস